আরেকটি বছর শেষ হতে চলল, ডিসেম্বরের উত্তুরে হাওয়া উত্তর থেকে দক্ষিণ, গোটা বাংলাকেই শীতের আমেজ বুঝিয়ে দিয়েছে। ২০২২-এর শুরু থেকে শেষ অবধি, আমরা একদিকে যেমন রাজ্যজুড়ে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার জন্য জনকবুল লড়াই, তেমনই দেশজুড়ে জাতীয় শিক্ষা নীতির বিরুদ্ধে লড়াই-এর মাধ্যমে রাস্তায় থেকেছি। সংগ্রামের পাথেয় যেমন পেয়েছি, তেমনই হারিয়েছি, ছাত্র আন্দোলনের তিন পথিকৃৎ সুব্রত মুখোটি, মানব মুখার্জি এবং অনির্বাণ হাজরাকে।
যে বছর শুরু হয়েছে ক্যাম্পাস খোলার তীব্র লড়াই-আন্দোলনের মধ্য দিয়ে, সে বছরের শেষ হচ্ছে, একদিকে ভেদাভেদের রাজনীতির বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দেওয়ার প্রয়াসের মাধ্যমে, অন্যদিকে ফুটবল বিশ্বকাপের মাধ্যমে বন্ধুত্বের, ঐক্যের
বার্তার মাধ্যমে। একই সাথে ১৩-১৬ই ডিসেম্বর, আমাদের সংগঠনের, সর্বভারতীয় সম্মেলন সংগঠিত হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। গত তিন দশকে একদিকে আমাদের দেশকে বদলে দেওয়া নয়া উদারিকরণের নীতি, অন্যদিকে বাবরি ভাঙার নেপথ্যে থাকা সাম্প্রদায়িকতা, এই দুই-এর বিরুদ্ধে মতাদর্শগত ও রাজনৈতিক লড়াইতে ঐক্য গড়ার ডাক দিয়েছি আমরা।
স্বাধীনতার ৭৫ বছরে দাঁড়িয়েও সংবিধান দিবস, ২৬শে নভেম্বরের তাৎপর্য ভুলিয়ে দিতে চাইছে আরএসএস ও বিজেপি, ভুলিয়ে দিতে চাইছে সংবিধানের মূল উদ্দেশ্য ও বার্তাকে। দেশের অনেক সম্পদের মতোই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে
বেচে দেওয়ার সমস্ত চেষ্টা করছে এই সরকার, সেই উদ্দেশ্যেই জাতীয় শিক্ষা নীতি ২০২০-র প্রয়োগ শুরু করেছে কেন্দ্রীয় সরকা়র, ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকেই। লড়াই জারি আছে, সর্বত্র, সমস্ত স্তরে, শিক্ষা নীতি সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন
জনবিরোধী নীতির বিরুদ্ধে।
এই উদ্দেশ্যেই গোটা দেশজুড়ে, আগস্টের ১ তারিখ থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ অবধি “All India Jatha” চলেছিল, বার্তা দিয়েছিল - “সেভ এডুকেশন, সেভ কনস্টিটিউশন, সেভ ইন্ডিয়া” - এই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার। সেই একই রাস্তা ধরে সর্বভারতীয় সম্মেলনের স্লোগান - “Educate All, Employ All,
Unite All”। দেশের কেন্দ্রীয় সরকারে থাকা শাসকদল বিজেপির সাম্প্রদায়িকতার আস্ফালন ও ফ্যাসিবাদী কায়দায় সমস্তরকম প্রতিবাদ-প্রতিরোধের ওপর বুলডোজার চালিয়ে দেওয়া বা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থেকে, স্বৈরাচারী কায়দায় আন্দোলন দমন করার নীতির বিরুদ্ধে লড়াই আগামীতেও চলবে। নতুন বছরের শুভেচ্ছা রইলো সমস্ত পাঠক এবং সাথীদের জন্য...